রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম শিপনকে ‘পিটিয়ে হত্যার’ ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পাশে নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।
ডিসি হারুন জানান, এএসপি শিপন হত্যায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাইন্ড এইড হাসপাতালের দালাল চক্রের ২৫ সদস্যকেও গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৯ নভেম্বর মাইন্ড এইড হাসপাতালে কর্মচারীদের পিটুনিতে আনিসুলের মৃত্যুর অভিযোগ ওঠে।
পরিবারের সদস্যদের দাবি, মানসিক সমস্যার কারণে সোমবার হাসপাতালটিতে ভর্তি করার পরপরই কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উচ্ছৃঙ্খল আচরণ করায় কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র আনিসুল করিম। ৩১তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান তিনি। এক সন্তানের জনক আনিসুলের বাড়ি গাজীপুরে।