কালীপূজার আমন্ত্রণে কলকাতা যাওয়ায় ফেসবুকে লাইভে এসে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছেন মহসিন তালুকদার নামে এক যুবক। রবিবার রাত ১২টা ৭ মিনিটে ‘Mohsin Talukdar’ নামের আইডি থেকে এ হত্যার হুমকি দেয়া হয়।
পরে অবশ্য সকালে তিনি আরও একটি ভিডিওতে তার আগের বক্তব্যের জন্য ক্ষমা চান। যদিও আগের ভিডিও এখনও সরিয়ে নেননি।
ওই যুবক সাকিবকে পাকিস্তানি ক্রিকেটারদের অনুসরণ করার পরামর্শও দেন।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের বাড়ি সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ায়। তিনি কী করেন, সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) এ বি এম আশরাফ উল্লাহ তাহের বলেন, ‘সাকিবের কালীপূজায় ভারতে যাওয়া দু দেশের ধর্মীয় সম্প্রীতির একটা উদাহরণ। এসব বিষয়ে উসকানিমূলক যে কোনো বার্তাকে পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে।’
সম্প্রতি এক অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে কলকাতায় যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খবর ছড়ায় তিনি পূজা উদ্বোধন করেছেন।
এদিকে ফেসবুকে এসে সাকিব ওই ঘটনার একটি ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, তিনি পূজা উদ্বোধন করতে কলকাতায় যাননি।
সাকিব বলেন, ‘এটা (পূজা) উদ্বোধন হয়েছে আমি যাওয়ার আগে। যে জায়গাতে আমাদের অনুষ্ঠানটি হয়েছে সেটি অবশ্যই পূজামণ্ডপ ছিল না। পাশে আরেকটি স্টেজ ছিল সেখানেই করা হয়েছে। আর পুরো অনুষ্ঠানটা সেখানেই হয়েছে। আমি ৪০-৪৫ মিনিট সেখানেই ছিলাম। এবং এখানে কোন ধর্ম, বর্ণ কোনো কিছু নিয়ে কথা হয়নি।’
তবে মুসলমান হয়ে পূজায় যাওয়ায় সাকিবকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন ওই যুবক। ভিডিওতে তিনি অকথ্য ভাষায় গালাগালও করেন।
সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন বলে ভিডিও ইচ্ছা পোষণ করেন মহসিন তালুকদার।
গত ১২ নভেম্বর এক দিনের ব্যক্তিগত সফরে ভারতে যান সাকিব আল হাসান। পরে গুজব ছড়ায় তিনি সেখানে পূজার উদ্বোধন করেছেনভিডিওতে মহসিন বলেন, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’এ সময় সাকিবকে পাকিস্তানের ক্রিকেটারদেরকে অনুসরণ করার পরামর্শ দিয়ে ওই যুবক বলেন, ‘তুই কিতা পাকিস্তানের ক্রিকেটাররারে দেখছস না? তোর তো তারারে দেখা উচিত। তুই মুসলমানের বাচ্চা হইয়া গেছস পূজা উদ্বোধন করাত। কলিজাত তুই অলা আঘাত দিছস। তোরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু। সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার কইরাম। সাকিবরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু।’
এরপর সোমবার ভোরে ওই আইডি থেকে ফের লাইভে আসেন মহসিন তালুকদার। তিনি আগের লাইভের কথাগুলোর জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘রাত্রে আমি একটি লাইভে এসে সাকিব আল হাসানকে গালিগালাজ করেছিলাম। কিন্তু ফজরের নামাজে যাওয়ার পর আমার মনে হলো বিষয়টি ঠিক হয়নি। তখন আমি তার হেদায়াতের জন্য দোয়া করি। আল্লাহর কাছে বলি আল্লাহ যেন তাকে হেদায়াত দান করেন। যদিও তখন খুব উত্তেজিত হয়ে আমি অনেকগুলো কথা বলেছি। কিন্তু বিষয়টি ঠিক হয়নি। এজন্য আমি দুঃখিত।’
ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি।’
সাকিব একজন ধার্মিক মুসলমান। তিনি ২০১৮ সালে পবিত্র হজ পালন করেছেন।