রাজধানীর টিকাটুলির সুইপার কলোনিতে লাগা আগুনে পুড়ে গেছে অন্তত নয়টি ঘর।
সোমবার বেলা পৌনে তিনটার দিকে লাগা আগুন নেভানো হয় ৩টা ৩৪ মিনিটে। এতে কেউ হতাহত হয়নি।ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো হয়েছে। ততক্ষণে কাঁচা ঘরগুলো পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশীদ।
তিনি বলেন, সুইপার কলোনির ওই ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত পাকা। এর উপরে রয়েছে কাঁচা ঘর। সেগুলো কাঠ, টিন দিয়ে তৈরি। ৯-১০টি কাঁচা ঘর আগুনে পুড়েছে।আগুনের সূত্রপাতের বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তিনি জানান, ঘরগুলোতে বিদ্যুতের সংযোগ ও রান্নার চুলা ছিল। এই দুই উৎস থেকে আগুন লাগতে পারে।
তদন্তে উৎস ও ক্ষয়ক্ষতির হিসেব বেরিয়ে আসবে বলেও জানান উপসহকারী পরিচালক বজলুর।