বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেখ হাসিনার নামে জমি লিখে দিলেন আ. লীগ নেতা

  •    
  • ১৬ নভেম্বর, ২০২০ ১৯:১১

সুখরঞ্জন ঘরামীর জমিটি বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার বাজার সংলগ্ন মহাসড়কের পাশে। সম্প্রতি সেখানে বানারীপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।  

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পাঁচ শতাংশ জমি লিখে দিয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সুখরঞ্জন ঘরামী।

রোববার দুপুরে বানারীপাড়ার চাখার সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে জমিটি লিখে দেন তিনি। দলিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রহীতা করা হয়েছে।

সুখরঞ্জন ঘরামীর জমিটি বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার বাজার সংলগ্ন মহাসড়কের পাশে। সম্প্রতি সেখানে বানারীপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।  

সুখরঞ্জন ঘরামী জানান, নিজের সম্পত্তিতে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ভাস্কর্য নির্মাণে তিনি গৌরবান্বিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত হওয়ায় কৃতজ্ঞতা ও ভালোবাসার উপহার হিসেবে তিনি এ সম্পত্তি লিখে দিয়েছেন।

আইনজীবীর সহকারী সুখরঞ্জন ঘরামী বলেন, তার দীর্ঘ দিনের আশা, জীবনে একবার হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। এই সুযোগ পেলে সম্পত্তির দলিল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন ৮০ বছরের প্রবীণ এ নেতা।

এ বিভাগের আরো খবর