ময়মনসিংহে ১২টি খুলি ও দুই বস্তা হাড়গোড় উদ্ধারের ঘটনায় আটক মোহাম্মদ বাপ্পিসহ শাকিল আহমেদ (৩৬) নামে আরেকজনকে আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে বাপ্পিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি জানিয়েছেন।
তার ভাষ্য, রোববার রাতে বাপ্পি ও শাকিলের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছে পুলিশ। পলাতক শাকিলের বিরুদ্ধে কঙ্কাল চুরির মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
শনিবার গভীর রাতে ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়। সেখানে ৭০ লিটার তরল রাসায়নিক ও তিন কেজি চিনি সদৃশ রাসায়নিক পদার্থও পাওয়া গেছে।