লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় আসামি মো. হেলাল উদ্দীনকে (৩০) পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার দুপুরে লালমনিরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালত-৩-এর বিচারক ফেরদৌসী বেগম এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. মাহমুদুন্নবী।
এর আগে হেলাল উদ্দীনকে রোববার ভোরে বুড়িমারী গুরিয়াটারী গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এ নিয়ে শহীদুন্নবী হত্যা মামলায় ৩৪ জনকে গ্রেফতার করা হলো।
এদের মধ্যে নয় জনকে তিন দিন করে ও হেলাল উদ্দীনসহ তিন জনকে পাঁচ দিনের রিমান্ডে দেয় আদালত।
গত ২৯ অক্টোবর বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ পড়তে গিয়েছিলেন শহীদুন্নবী জুয়েল। একজন বন্ধুও তার সঙ্গে ছিলেন।
তারা কোরআন অবমাননা করেছেন গুজব ছড়িয়ে দেয়ার পর সেখানে যায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন। তাদের উপস্থিতিতে জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহ টেনে নিয়ে আগুন দেয়া হয়।