রোববার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম। সোমবার পরীক্ষার ফল পজিটিভ আসে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সোমবার সকালে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আকতারুল জানান, গত দুই থেকে তিন দিন ধরে শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন শ্রম সচিব কে এম আব্দুস সালাম। পরে রোববার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন।
সোমবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে জানান এ কর্মকর্তা।
তিনি আরও জানান, শারীরিক দুর্বলতা ছাড়া সচিব আব্দুস সালামের আর কোনো উপসর্গ নেই। তিনি বাসায় আইসোলেশনে আছেন।
সুস্থ্যতার জন্য শ্রম সচিব সবার কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।