লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রকাশ্য হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।
এ ঘটনায় চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের বিরুদ্ধে রোববার বিকেলে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউএনও মনসুর উদ্দিন।
উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের চেক বইয়ের পাতা ছিঁড়ে ফেলার অভিযোগে চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে আরেকটি জিডি করেছেন তার স্টেনো টাইপিস্ট হাবিবুর রহমান।
ইউএনওর করা জিডিতে বলা হয়, গত বৃহস্পতিবার উপজেলা মাসিক সমন্বয় সভায় ভিজিডি ও মাতৃত্ব ভাতার তালিকায় নিজের একটি অংশ দাবি করেন উপজেলা চেয়ারম্যান। বিধি-বহির্ভূত হওয়ায় এটি নাকচ করে দেন ইউএনও। এতে ক্ষিপ্ত হয়ে সভা অসমাপ্ত রেখেই চলে যান চেয়ারম্যান।
পরবর্তী সময়ে লোক নিয়ে ইউএনও অফিসের সিসিটিভি ক্যামেরা খুলতে যান চেয়ারম্যান ফারুক। ক্যামেরা খোলার কারণ জানতে চাইলে ওই সময় ইউএনওকে গালমন্দ ও হত্যার হুমকি দেন তিনি।
এ নিয়ে বৃহস্পতিবার রাতেই ইউএনওসহ ১৭ কর্মকর্তা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রোববার জিডি করেন ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অভিযুক্ত করা হয়।
স্টেনো টাইপিস্ট হাবিবুর রহমানের জিডিতে বলা হয়, চেয়ারম্যান ফারুক রোববার অফিসে গিয়ে তার (হাবিবুর) কাছ থেকে ফাইল নিয়ে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের সোনালী ব্যাংক অ্যাকাউন্টের চেক বইয়ের ১৯টি পাতা প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ইউএনও ও স্টেনো টাইপিস্টের জিডির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা হবে।
জিডির পর উপজেলা পরিষদে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
জেলা প্রশাসনের তদন্ত শুরু
ইউএনওসহ ১৭ কর্মকর্তার করা লিখিত অভিযোগের তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা লালমনিরহাট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলাম রোববার উপজেলা পরিষদে বিভিন্ন জনের সাক্ষাৎকার নেন। তবে তিনি সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করেননি।
ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, ‘উপজেলা চেয়ারম্যান বিভিন্ন সময় আমাকে হত্যার হুমকি দিয়ে আসছেন। গত বৃহস্পতিবার তিনি আমাকে প্রকাশ্যে হুমকি দেন। তাই নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি।’
বৃহস্পতিবার লিখিত অভিযোগ দেয়ার পর শনিবার সংবাদ সম্মেলন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। সেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি বলেন, কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা দলবদ্ধ হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।