বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
রোববার রাত সাড়ে ৮টার দিকে উলানিয়া বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নাছির উদ্দিন চুন্নু (৩০), মো. তাহের (২৬), মো. বাকের (২৪), মো. জাহের (৩২) ও জহিরুলসহ আট থেকে ১০ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশের ভাষ্য, আওয়ামী লীগ প্রার্থী কাজী আবদুল হালিম চৌধুরী মিলনের সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী রুমা বেগমের সমর্থকরা রোববার শেষ দিন মনোনয়ন জমা দিয়ে ফিরছিলেন। পথে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়। এতে উভয় পক্ষের আট থেকে ১০ জন আহত হন।
সংঘর্ষ চলাকালে বাজারের রাস্তায় রাখা পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক জানান, সোমবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
১০ ডিসেম্বর এই ইউনিয়নে ভোট হবে। চেয়ারম্যান পদে চার জন মনোনয়ন জমা দিয়েছেন।