আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী আর নেই।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত এ কর্নেলের।
ছেলে খালেদ শওকত আলী মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
চিকিৎসকরা জানান, বার্ধক্যজনিত কারণে শওকত আলীর মৃত্যু হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি ও উচ্চরক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ২৯ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শোক জানিয়েছেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ ও সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে শওকত আলীর অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি শরীয়তপুর ২ আসনের ছয় বার নির্বাচিত সংসদ সদস্য।
শওকত আলীর মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হয়েছে। সেখান থেকে জনসাধারণের শ্রদ্ধার জন্য বেলা সাড়ে তিনটায় তার মরদেহ জাতীয় শহীদ মিনার চত্বরে নেয়া হবে। এরপর প্রথম জানাজার জন্য বায়তুল মোকাররম মসজিদে নেয়া হবে। দ্বিতীয় জানাজা হবে জাতীয় সংসদ ভবনে।
মঙ্গলবার তার মরদেহ সংসদীয় আসন শরীয়তপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে দাফন করা হবে।
শওকত আলী ১৯৩৭ সালে শরীয়তপুরের নড়িয়ায় জন্মগ্রহণ করেন।