নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার রাতে তাদের মৃত্যু হয়।
নিহত তিন জন হলেন জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. রাজু (১৮), একই এলাকার নাহিদ হোসেন (১৮) ও সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল আমিন বাজার এলাকার মো. সুমন (২৭)।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ও সুবর্ণচরের চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রোববার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলে হাতিয়ার জাহাজমারায় স্থানীয় বাজারে যাচ্ছিলেন রাজু ও নাহিদ। তাদের মোটরসাইকেলটি বাজারের কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খেঁজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়।
এতে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, বেপরোয়া মোটরসাইকেল চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে রাত আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সুমনের।
চর জব্বার থানার ওসি শাহেদ উদ্দিনের ভাষ্য, শনিবার রাত নয়টার দিকে বাড়ি ফিরছিলেন সুমন। সুবর্ণচরের চরওয়াপদার আটকপালিয়া সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি নষ্ট রোলার মেশিনের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি।
তিনি আরও জানান, স্থানীয় লোকজন সুমনকে উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।