কুষ্টিয়ায় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে জামায়াতে ইসলামীর ২৫ নারীকর্মীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় গোপন বৈঠক করার সময় সদর উপজেলার ঝাউদিয়া বাজার মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়।
তিনি বলেন, ‘করোনার সময় জনসংযোগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও জামায়াতের মহিলা কর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। এদের মধ্যে ২৫ জন আটক হলেও বাকিরা পালিয়েছেন। তাদের ধরতে অভিযান চলছে।’
ওসি জানান, ঝাউদিয়া ইউনিয়ন মহিলা জামায়াতের আমির সাহিদা বেগমসহ আটক ২৫ জনের বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা করেছে পুলিশ।
রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।