বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমির করতে না করেছিলাম: বাবুনগরী

  •    
  • ১৫ নভেম্বর, ২০২০ ১৬:৩৮

‘আমি এ পদ গ্রহণ করতে চাইনি। মুরুব্বিরা জোর করে এ দায়িত্ব আমাকে দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এ দায়িত্ব পালন করতে পারি।’

ধর্মভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হওয়ার পর জুনাইদ বাবুনগরী দাবি করেছেন, এই পদের জন্য তাকে বিবেচনা না করতে অনুরোধ করেছিলেন।

সংগঠনের একাংশের বর্জনের মধ্যে রোববার সকালে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় নতুন নেতা নির্বাচনে সম্মেলন হয়। সারা দেশ থেকে ৩৭০ জন কওমি আলেম যোগ দেন এতে।

সম্মেলন শেষে বাবুনগরীকে আমির ও আগের কমিটির ঢাকা মহানগর শাখার আমির নুর হোসাইন কাসেমিকে মহাসচিব হিসেবে ঘোষণা দেন কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

গত ১৮ সেপ্টেম্বর ১০ বছরের আমির শাহ আহমেদ শফীর মৃত্যুর পর থেকেই বাবুনগরীর আমির হওয়ার বিষয়টি অনুমেয় ছিল। তবে তার নেতৃত্ব মানতে রাজি নয় গংগঠনের একটি বড় অংশ। তাদেরকে সম্মেলনে আমন্ত্রণও জানানো হয়নি। আর তারা আলাদা কমিটি ঘোষণা করতে পারে বলে প্রচার আছে।

আমির ঘোষণার পর বাবুনগরী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি নেতাকর্মীদের বারণ করছি আমির নির্বাচিত না করার জন্য। কিন্তু তবুও তারা আমাকে আমির নির্বাচিত করেছেন।

‘আমি এ পদ গ্রহণ করতে চাইনি। মুরুব্বিরা জোর করে এ দায়িত্ব আমাকে দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এ দায়িত্ব পালন করতে পারি।’

হেফাজতে সম্ভাব্য ভাঙনের বিষয়ে এক প্রশ্নে শাহ আহমেদ শফীর ডেপুটি বলেন, হেফাজতের কোনো অঙ্গ সংগঠন নেই। যে কোনো কর্মসূচী হেফাজত কেন্দ্রীয়ভাবে ঘোষণা করবে। এর বাইরে সংগঠনের নাম ভাঙিয়ে কেউ কর্মসূচি পালন করলে সেটি সম্পূর্ণ অবৈধ।

বাবুনগরী বলেন, `ইসলামীবিরোধী’ শক্তিকে নির্মূল করতে হেফাজত কাজ করবে।  

এ বিভাগের আরো খবর