ময়মনসিংহ শহর থেকে মানুষের ১২টি খুলি ও দু্ই বস্তা হাড়সহ একজনকে আটক করেছে পুলিশ। ৭০ লিটার তরল রাসায়নিক ও তিন কেজি চিনি সদৃশ রাসায়নিক পদার্থও পাওয়া গেছে তার কাছ থেকে।
এই রাসায়নিক মরদেহে দ্রুত পচন ধরায় বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ফিরোজ তালুকদার।
শনিবার গভীর রাতে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় নগরীর কালীবাড়ী কবরস্থান এলাকার বাসিন্দা এক তরুণকে। তিনি মোহাম্মদ বাপ্পী নামে পরিচিত।
ওসি বলেন, ‘গতরাতে আমরা গ্রেফতারকৃত ব্যক্তির বাড়িতে অভিযান চালাই। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে খুলি ও হাড় সংগ্রহ করা হয়েছে বলে আমাদের ধারণা।’
মেডিক্যাল কলেজগুলোতে এসব হাড় শিক্ষার কাজে ব্যবহার করা হয়। তবে এ নিয়ে দেশে কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই।
দেশের পাশাপাশি ভারত ও নেপালে এই খুলি ও হাড়গোড় পাচার করা হতো বলে ধারণা করছে পুলিশ।
প্রায়ই কবর থেকে হাড়গোড় চুরি যায় বলে অভিযোগ রয়েছে। কবর থেকে কঙ্কাল চুরির দায়ে এর আগেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক যুবক এর আগেও কঙ্কাল চুরি ও সংগ্রহে জড়িত থাকার অভিযোগে জেল খেটেছেন।