পদবি পরিবর্তন, গ্রেড উন্নীতকরণসহ নানা দাবিতে এবং বৈষম্যের প্রতিবাদে সরকারি কর্মচারীরা রোববার সকাল থেকে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ঢাকা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ৯টায় এ কর্মসূচি শুরু হয়। এতে দেড় শতাধিক কর্মচারী অংশ নেন।
বেলা ১১টার দিকে অনেকেই স্লোগান দেন, ‘এক দফা এক দাবি, সচিবালয়ের ন্যায় পদ-পদবি’।
আয়োজকেরা জানিয়েছেন, আজ থেকে ১৯ নভেম্বর; ২২ থেকে ২৬ নভেম্বর এবং ২৯ থেকে ৩০ নভেম্বর প্রতিদিন পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কর্মচারীদের গ্রেড ১৩ থেকে ১৬ পরিবর্তনের দাবিতে বাকাসস কেন্দ্রীয় কমিটি এই কর্মসূচির ঘোষণা করে।