হেফাজতের প্রতিষ্ঠাতা প্রয়াত শাহ আহমদ শফীর উত্তরসূ্রি নির্ধারণে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন (কাউন্সিল) শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় হেফাজতের সদর দফতর হিসেবে পরিচিতি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কাউন্সিল শুরু হয়।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, দুপুর দুইটার মধ্যে সম্মেলন শেষ করার প্রস্তুতি রয়েছে।
সম্মেলনে সারা দেশের কওমি অঙ্গনের ৩৭০ জন শীর্ষ নেতা উপস্থিত হয়েছেন। তারাই আল্লামা আহমদ শফীর উত্তরসূ্রি নির্ধারণ করবেন৷
শাহ আহমদ শফীর মৃত্যুর ৫৯ দিন পর কওমি অঙ্গনের শীর্ষ সংগঠন হেফাজতের প্রথম কেন্দ্রীয় সম্মেলন (কাউন্সিল) অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে সভাপতিত্ব করছেন আল্লামা শফীর জীবদ্দশায় হেফাজত থেকে পদত্যাগকারী, সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর শাহ আহমদ শফীর মৃত্যু হয়। এরপর থেকে হেফাজতের আমীরের পদটি শূন্য রয়েছে।