বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে শ্রমিক লীগ নেতার ‘মারধর’

  •    
  • ১৫ নভেম্বর, ২০২০ ১০:৫০

আশুলিয়া থানায় এ লিখিত অভিযোগ দেন আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী। আর ওই নেতার নাম আকবর হোসেন মৃধা। দুই জনই আশুলিয়ার শিমুলতলা এলাকার বাসিন্দা।

ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক লীগের এক নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ  পাওয়া গেছে।

শনিবার রাতে আশুলিয়া থানায় এ লিখিত অভিযোগ দেন আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী। আর ওই নেতার নাম আকবর হোসেন মৃধা। দুই জনই আশুলিয়ার শিমুলতলা এলাকার বাসিন্দা।

ব্যবসায়ী আনোয়ার নিউজবাংলাকে জানান, তিনি জমি বিকিকিনির ব্যবসা করেন। করোনা মহামারি শুরুর আগে থেকে শ্রমিক লীগ নেতা আকবর তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। শনিবার দুপুরে তাকে মোবাইল ফোনে আকবরের ঝুট গুদামে ডেকে নেয়া হয়। সেখানে আকবর ও তার সহযোগীরা তাকে ঘিরে ধরেন। আবার চাঁদা দাবি করেন। এতে অপারগতা প্রকাশ করলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

আকবর হোসেন নিউজবাংলাকে বলেন, তিনি জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা অঞ্চল শাখার সভাপতি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাঁদাতো চাইতেই পারি ভাই। কারণ এলাকাটাতো আমার বাবার। আরও দুই জন সাংবাদিক আমারে রিং করছে। হ্যারা আমারে কইল, আমি নাকি ৫ লাখ চাঁদা চাইছি, না হলে হ্যারে (ব্যবসায়ী আনোয়ার) এলাকায় থাকতে দিমু না। তো এলাকাটাতো আমার বাবার, আমারে ৫ লাখ ট্যাকা দিলে আমি হ্যারে একটা সার্টিফিকেট দিয়া দিমু, এ রকম না।’

তিনি আরও বলেন, ‘যদি এটার কোনো অভিযোগ কইরা থাকে, থানা অবশ্যই দেখবে। এগুলা সম্পূর্ণ বানোয়াট। প্রলুব্ধ হইয়া অন্য জায়গায় থাইকা তারা এগুলা করতাছে।’

জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রানা জানান, আকবর নিজেকে যে কমিটির সভাপতি দাবি করেছেন, সেই কমিটির মেয়াদ তিন বছর আগেই শেষ হয়ে গেছে। এরপর আর কোনো কমিটি ঘোষণা করা হয়নি।’

আশুলিয়া থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর