শনিবার রাতে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বিষয়টি নিশ্চিত
করেছেন।
বরিশালে কারাগারে হাজতির মৃত্যুর ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার রাতে বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই হাজতি যে কক্ষে ছিল, সেখানকার দায়িত্বে ছিলেন কারারক্ষী মো. কাওছার ও আনসার মণ্ডল। তাদের দায়িত্বে অবহেলার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। এ কারণে তাদের সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে।
শনিবার ভোরে বরিশাল কেন্দ্রীয় কারাগার হাসপাতালের শৌচাগার থেকে হানিফ খলিফা নামে এক হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ধর্ষণ মামলার আসামি।
পুলিশের প্রাথমিক ধারণা, হানিফ আত্মহত্যা করেছেন।