বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পাশের দোকানে উঠে যায়। এতে এক শিশুর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও তিন জন।
শনিবার রাত ৯টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের বিশ্বরোড এলাকায় সকাল-সন্ধ্যা হোটেলের সামনে দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা দোকানটির সামনে দাঁড়িয়েছিলেন।
নিহত শিশু জান্নাতুল একই উপজেলার আট্টাকী গ্রামের কবির শেখের মেয়ে। আহত তিন জনের মধ্যে দুই জন হলেন একই গ্রামের দুই বোন শিরিনা বেগম ও সাথি বেগম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত অন্য জনের নাম জাকিয়া বেগম। তবে তার বাড়ি কোথায় নিশ্চিত হওয়া যায়নি। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম নিউজবাংলাকে জানিয়েছেন, সকাল-সন্ধ্যা হোটেলের সামনে থেকে একটি গরুবাহী ট্রাক পেছন দিয়ে বিশ্বরোডে উঠার সময় কাটাখালী থেকে আসা ট্রাকের সামনে আঘাত করে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে উঠে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।