কিশোর সাদাত রহমান সাকিব আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত তার নিজ জেলা নড়াইলের মানুষ। সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন সাদাত রহমান।
শিশুদের সাইবার হয়রানি থেকে সুরক্ষা দিতে মোবাইল অ্যাপ তৈরি করে ‘শিশুদের নোবেল’ খ্যাত আন্তর্জাতিক বিশ্ব শিশু শান্তি পুরস্কার পেয়েছেন সাদাত।
সাদাত রহমান নড়াইল আবদুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। ২০১৫ সালে সাইবার বুলিংয়ের শিকার হয়ে এক কিশোরী আত্মহত্যার পর তিনি ‘নড়াইল ভলেন্টিয়ারস’ নামে একটি সংগঠন তৈরি করেন।এরপর দেশে অনুষ্ঠিত কয়েকটি প্রতিয়োগিতায় অংশ নেন। পুরস্কার জিতে একটা ফান্ড তৈরি করেন তিনি। পরে সেই ফান্ড থেকেই ‘সাইবার টিনস’ নামে অ্যাপ তৈরি করেন।
এই অ্যাপের মাধ্যমে কিশোর-কিশোরীরা জানতে পারেন কীভাবে ইন্টারনেট দুনিয়ায় সুরক্ষিত থাকতে হবে। প্রায় ১ হাজার ৮০০ কিশোর-কিশোরী এই অ্যাপ ব্যবহার করছে। এই অ্যাপের মাধ্যেম ৬০টির বেশি অভিযোগের মীমাংসা হয়েছে এবং ৮ জন সাইবার অপরাধীর শাস্তি হয়েছে।
নড়াইল ভলেন্টিয়ার্স ও সাইবার টিনসের দুইকর্মী সাদাতের বন্ধু অর্নব ঘোষ ও শফিকুল ইসলাম জানান, কিশোর-কিশোরীরা সাইবার বুলিংয়ের শিকার তরুণদের কথা ভেবেই ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করা হয়েছে। তাদের এই সাফল্য দেশবাসীর। এই সাফল্য তাদের সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলেও জানান তারা।সাদাতের মা মলিনা খাতুন বলেন, ‘সাদাত সারা দেশের গর্ব। তার অর্জনে আমরা আনন্দিত।’
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘সাইবার টিনসের সাহায্যে প্রায় ৫০টির মতো অভিযোগের মীমাংসা হয়েছে। ১২জন সাইবার অপরাধীর বিরুদ্ধে মামলা হয়েছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।’
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘তরুণ সমাজকে এগিয়ে নেয়ার ধারাবাহিকতায় আমরা সাদাতের মতো তরুণ উদ্যোক্তাকে সাহায্য করছি। সাদাতের দলকে কাজ করার জন্য জেলা শিল্পকলা ভবনে একটি কক্ষ দেয়া হয়েছে। আগামীতেও আমাদের তরফ থেকে সহযোগিতা করা হবে।’