কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে গোলাগুলিতে এক জনের মৃত্যুর কথা জানিয়েছে বিজিবি। নিহত ব্যক্তি মাদক চোরাকারবারি বলে জানিয়েছে বাহিনীটি। তার পরিচয় শনাক্ত করা যায়নি।
শুক্রবার মধ্যরাতে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বিজিবির দুই সদস্য আহত হয়েছে বলেও জানিয়েছেন টেকনাফের বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান।
ঘটনাস্থল থেকে দুই লাখ ১০ পিস ইয়াবা, দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল ফয়সল নিউজবাংলাকে জানান, তাদের কাছে খবর ছিল, মধ্যরাতে নাফ নদীর এক নম্বর স্লুইচ গেইট এলাকায় মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসতে পারে।
বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে স্পিডবোট নিয়ে টহল দিতে থাকে। তখন একটি নৌকা বাংলাদেশের জলসীমায় আসতে থাকে। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি করে।
বিজিবি পাল্টা গুলি চালালে দুই জন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যায় বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।
পরে বিজিবি সদস্যরা কাঠের নৌকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক জনকে উদ্ধার করে। তাকে টেকনাফ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নৌকা তল্লাশি করে ইয়াবা পাওয়া যায় বলে জানিয়েছে বিজিবি।
ফয়সল হাসান খান জানান, আহত বিজিবি সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।