জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপনকে ‘হত্যার’ প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল ১০টা থেকে দেড় ঘণ্টার এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা আনিসুল হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি চিকিৎসার নামে নির্মমতার প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, চিকিৎসার নামে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দিতে হবে। দেশের সব অবৈধ হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কর্মসূচিতে ছিলেন জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য মেহেদী জামিল, সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন সৈকত। ছাত্রলীগের সাবেক নেতা তুহিন রেজা, মোহাম্মদ সোহেল পারভেজ, সাবেক অ্যাথলেট ও কোচ এস এম সাদাত হোসেন, সাংবাদিক চকর মালিথা, রাশেদ মেহেদী, আলমগীর স্বপন প্রমুখ।
গত ৯ নভেম্বর রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে কর্মচারীদের পিটুনিতে আনিসুল মারা যান বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে করা হত্যা মামলার ১৫ আসামির মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের প্রাণরসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র আনিসুল ৩১তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দেন।