বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি শনিবার: কাদের

  •    
  • ১৩ নভেম্বর, ২০২০ ১২:৪৪

গত বছরের ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয় যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস। এতে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামসকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।

শনিবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় সম্মেলনের প্রায় এক বছর পর ঘোষণা হচ্ছে এই কমিটি।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের বলেন, ‘আগামীকাল (শনিবার) বিকেলে আমরা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব।’

আগামী সপ্তাহে আওয়ামী লীগের উপ-কমিটি ঘোষণা করা হবে বলেও জানান ক্ষমতাসীন দলের নেতা।

২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানে যুবলীগের বেশ কয়েকজন নেতার নাম আসার পর ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটি ভেঙে দেয়া হয়।  

গত বছরের ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয় যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস। এতে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামসকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।

আর সাধারণ সম্পাদক পদে ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খানকে দায়িত্ব দেয়া হয়।

স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবকদের সংগঠিত করার লক্ষ্য নিয়ে শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগ গঠন করেন তার ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি। ১৯৭৪ সালে যুবলীগের প্রথম কংগ্রেসে তিনিই চেয়ারম্যান নির্বাচিত হন।

২০১২ সালে ষষ্ঠ কংগ্রেসে চেয়ারম্যানের দায়িত্ব পান শেখ মনি ও শেখ সেলিমের ভগ্নিপতি ওমর ফারুক।

এ বিভাগের আরো খবর