বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসে আগুনে ৯ মামলা, আরও হবে

  •    
  • ১৩ নভেম্বর, ২০২০ ১২:০৬

বৃহস্পতিবার ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে ভোট চলাকালে ঢাকায় আগুন দেয়া হয় নয়টি বাসে। রাতে আরও একটি বাসে লাগে আগুন। বিএনপিকে দায়ী করে পুলিশ। তবে মির্জা ফখরুল বিবৃতিতে দাবি করেন, ভোটে কারচুপি লুকাতে পরিকল্পিত আগুন লাগানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দেয়ার ঘটনায় পাঁচটি থানায় নয়টি মামলা করেছে পুলিশ। এরই মধ্যে গ্রেফতার হয়েছে ২০ জন।

মতিঝিল, পল্টন, শাহবাগ, বংশাল, কলাবাগান থানায় করা মামলায় আসামি হিসেবে সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ না করা হলেও আসামিদের রাজনৈতিক পরিচয় আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

এর মধ্যে শাহবাগ ও পল্টন থানায় করা চারটি মামলায় মোট আসামি ১৩৯ জন। আর বংশাল থানায় আসামি করা হয় ৫৬ জনকে।

আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার ওয়ালিদ হোসেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় আছে। এটা নির্বাচনকেন্দ্রিক সহিংসতা কিনা তা তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আরও খোঁজ নেয়া হবে।’

আসামিদের মধ্যে কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী বলেও জানান ওয়ালিদ হোসেন।

বৃহস্পতিবার ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটে বিএনপি কারচুপির অভিযোগ আনার পর ঢাকার নয়াপল্টনে মিছিল বের করে বিএনপি ও যুবদল কর্মীরা। কিছুক্ষণ পর জাতীয় রাজস্ব বোর্ডের দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়া হয় পেট্রল আগুন ছুড়ে।

এরপর কয়েক ঘণ্টার মধ্যে রাজধানীর মতিঝিল, গুলিস্তান, সচিবালয়, শাহবাগ, নয়াবাজার, ভাটারা, উত্তরা, খিলগাঁওয়ে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন সেদিনই বলেন, ‘এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। কারণ একই সময়ে এতগুলো স্পটে আগুন লাগার কথা না।’

এই ঘটনার পর নয়াপল্টনে বিএনপি কার্য়ালয়কে ঘিরে নিরাপত্তা জোরদার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম স্পষ্টতই বলেন, আগুনের পেছনে বিএনপি জড়িত।

তিনি বলেন, ‘আমরা সন্দেহ পোষণ করছি ঢাকার বিভিন্ন জায়গায় আজকে যানবাহনে যে আগুন লাগানোর ঘটনা ঘটেছে সেগুলোতে বিএনপির নেতা-কর্মীরা জড়িত রয়েছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য এক বিবৃতিতে দাবি করেছেন, ভোটে কারচুপির ঘটনা ঢাকতে সরকারি দলের লোকজন পরিকল্পনা করে আগুন লাগিয়েছে। এই ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে নতুন করে মামলা দেয়া হবে বলে আশঙ্কার কথা বৃহস্পতিবারই জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরো খবর