বরগুনায় একটি বাড়িতে ভূমি অফিসের কর্মচারীদের ‘হামলার পর’ ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা করার অভিযোগ উঠেছে অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে।
পরিবারটির অভিযোগ, তারা নিজেদের জমিতে বাড়ি সংস্কার করতে চাইলে ভূমি অফিসের কর্মকর্তারা ঘুষ দাবি করেন। টাকা না দেয়ায় বাড়ি সংস্কারে বাধা দেন। এ সময় হাঙ্গামা হয়। এর জেরে তাদের বিরুদ্ধে হয় হত্যাচেষ্টা মামলা।
সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার রাতে পরিবারটির ১২ সদস্যের বিরুদ্ধে মামলা করেন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সামছুল হক। তাদের বিরুদ্ধে হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়।
মঙ্গলবার রাত আটটার দিকে লাকুরতলা এলাকায় মন্টু মল্লিকের একটি ঘর তুলতে বাধা দেন অপরিচিত চার জন।
এ সময় মন্টু মল্লিকের বোন রিনা মল্লিক ও ভাইয়ের ছেলে রাকিব মল্লিক তাদের পরিচয় জানতে চান। তখন তারা নিজেদের ভূমি অফিসের কর্মচারী বলে পরিচয় দেন। তখন তাদের ‘উচ্ছেদ নোটিশ’ বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসতে বলেন রিনা ও রাকিব।
কিছু সময় পর মাস্ক পরা ১০-১২ জনের একটি দল সেখানে হাতুড়ি ও শাবল নিয়ে হাজির হয়ে ঘর ভাঙচুর শুরু করে। বাধা দেয়ার চেষ্টা করলে কয়েক জন রিনা মল্লিককে মারধর করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে ছুটোছুটি করতে গিয়ে আহত হয় পাঁচ বছরের একটি শিশু।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হয়ে ভাঙচুরকারীদের কয়েক জনকে আটকে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল থেকে ভূমি অফিসের কর্মচারীদের উদ্ধার করে নিয়ে আসেন।
রিনা মল্লিক বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঘরের মালিক রাকিব মল্লিক বলেন, তার বাবা মন্টু মল্লিকের নামে রেকর্ড করা জমিতে বসতি ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন করে অনেক বছর ধরেই তারা পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। সম্প্রতি বসত ঘর মেরামত করতে গেলে দুই নম্বর গৌরীচন্না ইউনিয়ন (ভূমি) অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাতে বাধা দেন।
এরপর কাগজপত্রসহ ৪ নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) বরাবর ঘর সংস্কারের আবেদন করেন। ৯ নভেম্বর ওই অফিসের হেডক্লার্ক মনির হোসেন ও সার্ভেয়ার মোশারেফ হোসেন জমির সব কাগজপত্র নিয়ে দেখা করতে বলেন। কাগজপত্র দেখার পর মনির ও মোশারেফ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
রাকিব বলেন, ‘আমাদের ঘর ভেঙেছে, মারধর করেছে, আবার আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমি রাষ্ট্রের কাছে সুবিচার প্রার্থনা করি।’
তবে যাদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে, তাদের বক্তব্য পাওয়া যায়নি।
জানতে চাইলে বরগুনা সদর সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দীন নিউজবাংলাকে বলেন, ‘সরকারি জমি জবরদখল করে ঘর তোলার খবরে আমাদের কয়েকজন লোক দেখতে গিয়েছিল। কিন্ত তারা আমাদের লোকজনের ওপর হামলা করে চার জনকে আহত করেছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি।’
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘ভূমি অফিসের একজন কর্মকর্তা ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’