রাজধানীর ভাটারা এলাকায় প্রগতি সরণিতে বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে।
বিকাল ৪টা ২৫ মিনিটে লাগা ওই আগুন দাউ দাউ করে জ্বলে প্রায় আধাঘণ্টা। তখনও দেখা নেই ফায়ার সার্ভিসের গাড়ির। উৎসুক জনতা ব্যস্ত মোবাইলে ছবি তোলায় ও ভিডিও ধারণে।
এমন সময় ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবুল আলম। তিনি এসেই হাত লাগান আগুন নেভানোর কাজে। তার সঙ্গে যোগ দেন ডিবির অন্য সদস্যরা এবং সাধারণ মানুষও।
বিকাল ৫টার দিকে ফায়ার সার্ভিসের গাড়ি আসে। এর মিনিট পাঁচেকের মধ্যে সম্মিলিত প্রচেষ্টায় আগুনও নিভে যায়। কিন্তু ততক্ষণে পুড়ে যায় বাসটি।
ভিক্টর ক্ল্যাসিকের ওই বাসের চালকের নাম মাহাবুব আলম। সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল আলম ঘটনাস্থলে এসে প্রথমে গাড়ি চালকের খোঁজ করেন। আশপাশের লোকজন তাকে জানান, ওই তো ব্রাদার্স ফার্নিচারের বিক্রয়কেন্দ্রের সামনের ফুটপাতে বসে কাঁদছে।
এরপর তিনি চালকের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।
এদিকে আগুন লাগার পর এরই মধ্যে চলে গেছে আরও ১৭ মিনিট। দাউ দাউ করে জ্বলছে বাসটি। কিন্তু কেউ এগিয়ে আসছে না নেভাতে।
এমন পরিস্থিতিতে ডিবি কর্মকর্তা মাহবুবুল আলম শার্টের হাতা গুটিয়ে রাস্তার পাশে সংস্কার কাজের জন্য রাখা বালিমাটি ও পানি নিয়ে তা ছিটাতে শুরু করেন। সহকর্মী ডিবি সদস্যরাও তার সঙ্গে হাত লাগান। তার ডাকে আগুন নেভাতে হাত লাগান এতোক্ষণ উৎসুক জনতার মতো মোবাইল ফোনে ব্যস্ত কয়েকজনও। পাশের ভবন থেকে দুটি ফায়ার এক্সটিংগুইশার এনেও আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা।
বাসের আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর কথা হয় সহকারী পুলিশ কমিশনার মো. মাহবুবল আলমের সঙ্গে।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘যখন বাসে আগুন জ্বলছিল, দেখলাম সবাই শুধু দেখছে। তখন আমি আমার কর্মীদের নিয়ে বালি-পানি দিয়ে আগুন নেভাতে চেষ্টা করি। সাধারণ মানুষও এগিয়ে আসে। যতটুকু সম্ভব ছিল চেষ্টা করেছি। যদিও আমরা পেরে উঠিনি। কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিভিয়ে ফেলে।’
চালক মাহবুব আলমের তথ্য অনুযায়ী, কুড়িল থেকে নতুনবাজারের দিকে যাওয়ার পথে কোকাকোলা মোড়ে হঠাৎ বাসে আগুন ধরে যায়। যাত্রী বেশে ওঠা কয়েকজন আগুন ধরিয়ে দেয় বলে তার ধারণা। মুহূর্তেই বাসে আগুন ছড়িয়ে পড়ে। এর আগেই তাড়াহুড়া করে নেমে যান বাসের ৩০-৩৫ জন যাত্রী।
বাসে আগুন লাগার পর কুড়িল-নতুনবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নেভার পর পুলিশ সদস্যরা বাসটি ভাটারা থানার কাছের একটি সড়কে সরিয়ে নেন। এরপর আস্তে আস্তে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে রাজধানীর অন্যতম এই সড়কে।
এদিন ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোটের মধ্যেই এর আগে রাজধানীতে আরও আটটি বাসে আগুন দেয়া হয়।
আরও পড়ুন: রাজধানীতে ৯ বাসে আগুন