আগামীকাল শুক্রবার থেকে মাস্ক পরা ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী৷ এ ছাড়া সন্ধ্যা ছয়টার পর ক্যাম্পাসে বহিরাগতরা অকারণে প্রবেশ করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি৷
প্রক্টর এ কে এম গোলাম রব্বানী নিউজবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার একদিনে বিশ্ববিদ্যালয়ে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রেজিস্টার ভবনের সোনালী ব্যাংক শাখার সাত জন করোনা পজিটিভ। আমরা ধারণা করছি, বাইরের মানুষদের কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন। তাই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে টহল থাকবে৷
প্রধানমন্ত্রীর ‘নো মাস্ক, নো সার্ভিস’ স্লোগানের মতো করেই গোলাম রব্বানী বলতে চান ‘নো মাস্ক, নো এন্ট্রি’।
করোনার কারণে গত মার্চ থেকে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো মাঝখানে কিছুদিন বন্ধ রাখার পর আবার খোলা হয়৷
গত ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল প্রক্টর অফিস। সেই নির্দেশ মানতে প্রতিদিনই মাইকিং করে ভাসমান দোকান ও বহিরাগতদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়তে বলা হয়।
মাস্ক না পরে প্রবেশ করার ক্ষেত্রেও এভাবে কড়াকড়ি জারি থাকবে বলে জানায় প্রক্টর অফিস।