বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভক্তের মোবাইল আছড়ে ভাঙলেন সাকিব

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ নভেম্বর, ২০২০ ২২:২২

এ ঘটনায় সাকিব ভক্তদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফেসবুকে সমালোচনা হচ্ছে ব্যাপক।

বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে সামনে দেখে ভক্তদের আবেগপ্রবণ হওয়া নতুন কিছু নয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাকিবকে দেখে দৌড়ে গিয়ে তার সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন এক ভক্ত। আর তখনই মেজাজ হারান সাকিব। ভক্ত মোহাম্মদ সেক্টরের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলেন তিনি।

ঘটনাটি ঘটেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে। বৃহস্পতিবার দুপুরে সাকিব আল হাসান ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল আসেন। সেখানে তিনি কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় এক ভক্ত দৌড়ে তার সঙ্গে ছবি তুলতে যান।

এ সময় সাকিব আল হাসান তার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। সাকিব ভক্ত মোহাম্মদ সেক্টর বলেন,‘আমি সাকিব আল হাসানকে সামনাসামনি কখনও দেখিনি। চেকপোস্টে তাকে দেখে নিজেকে আর সামলাতে পারিনি। তার সঙ্গে সেলফি তুলতে চাওয়া কি আমার অপরাধ?

‌‘তিনি আমার ফোনটি কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। এতে আমার ফোনটি ভেঙে নষ্ট হয়ে গেছে।’

এই ঘটনায় সাকিব ভক্তদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফেসবুকে সমালোচনা হচ্ছে ব্যাপক।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, সাকিব আল হাসান বিশেষ কাজে দুই দিনের সফরে ভারতে যাচ্ছেন। শুক্রবার আবার বেনাপোল হয়ে দেশে ফিরেবেন।

এ বিভাগের আরো খবর