সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যামামলায় এবার মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ডা. ফাতেমা খাতুন ময়নাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় ১২ জনকে গ্রেফতার করা হলো।
মামলার ১৫ নম্বর আসামি ডা. ফাতেমাকে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আদাবর থানার পরিদর্শক (অপারেশনস) ফারুক মোল্লা।আরও পড়ুন: হাসপাতালে এএসপিকে পিটিয়ে হত্যার অভিযোগ
তিনি বলেন, হাসপাতালের সাতজন মালিকের মধ্যে ফাতেমা খাতুন ময়না একজন। তাকে দুপুরে ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি পেশায় চিকিৎসক।
আরও পড়ুন: এএসপি ‘হত্যা’: মাইন্ড এইড ছেড়েছে রোগীরা
গত সোমবার আদাবরের মাইন্ড এইড হাসপাতালে ‘কর্মচারীদের পিটুনিতে’ এএসপি আনিসুল করিমের মৃত্যুর অভিযোগ ওঠে।
আরও পড়ুন: লাইসেন্স ছাড়াই চলছিল মাইন্ড এইড হাসপাতাল
এ অভিযোগ এনে মঙ্গলবার সকালে আদাবর থানায় হত্যা মামলা করেন আনিসুলের বাবা ফাইজউদ্দীন আহমেদ। এতে ১৫ জনকে আসামি করা হয়।