যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার আশরাফ হোসেনসহ ১৫ কর্মকর্তাকে ‘চরমপন্থী’ পরিচয়ে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেয়া হয়েছে।
মোবাইলে ফোন করে ও ক্ষুদেবার্তা পাঠিয়ে তাদের এ হুমকি দেয়া হয়েছে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন ‘লাল পতাকা বাহিনী’র পরিচয় দিয়ে।
হুমকি পাওয়া অন্য কর্মকর্তারা হলেন জেলা জজ পিয়ারুল ইসলাম মল্লিক, সিভিল সার্জান শেখ আবু শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও রফিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর আবু মাউদসহ আট চিকিৎসক।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ডিসি, এসপি, জজ ও সিভিল সার্জনকে হুমকি দেয়া হয়। বুধবার হুমকি দেয়া হয় যশোর সদর ও চৌগাছা উপজেলার আট চিকিৎসককে।
এসপি আশরাফ নিউজবাংলাকে জানান, হুমকির বিষয়ে তদন্ত করা হচ্ছে। ডিসি তমিজুল জানান, এসপি ও তাকেসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে হুমকির দেয়ার ঘটনা প্রশাসন গুরুত্ব দিয়ে দেখছে।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মাউদ বলেন, ‘লাল পতাকা বাহিনীর নামে মোহাম্মদ মহিউদ্দিন হুমকি দেন। তাদের কয়েকজন সহকর্মী বিজিবির সঙ্গে সংঘর্ষে আহত হয়ে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন আছে।
‘হুমকি দিয়ে বলা হয়েছে, আমি কতটুকু সাহায্য করতে পারি, ততটুকু যেন করি। আমি ২০০-৫০০ টাকা দিতে চাইলে পরিবারসহ আমাকে জীবননাশের হুমকি দেওয়া হয়।’
তার অফিস সহকারী আহসান আহমেদকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মাউদ।