টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গারোবাজার-সাগরদিঘী সড়কের গারোবাজার সংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকের কাছে এ দুর্ঘটনায় অটোরিকশার আরও পাঁচ জন আহত হয়েছে।
নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার রুদ্রবয়ড়া গ্রামের শাহিনা বেগম (২২) ও চর ভিন্নপুর গ্রামের করুনা বেগম (৩০)।
ঘাটাইলের সাগরদিঘী ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, তারা ভাড়া করা অটোরিকশায় গাজীপুর থেকে সরিষাবাড়ি যাচ্ছিলেন। মুরাইদ কমিউনিটি ক্লিনিকের কাছে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়।
জাকির হোসেন আরও বলেন, ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী করুনা বেগম মারা যান। শিশুসহ আহত ছয় জনকে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করুনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী শাহিনা বেগম মারা যান। আহত অন্যদের পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, ট্রাকটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে।