ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ২১৭টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। দুপুর দুইটার দিকে গড়ে আট থেকে ১০ শতাংশ ভোট পড়ে বলে জানান প্রিসাইডিং অফিসাররা।
বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত অনেক কেন্দ্র খাঁ খাঁ করে। ভোটারের কোনো দেখা মেলেনি।
সকালে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান। একই কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
আর মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন।
এসব কেন্দ্রে দায়িত্ব পালন করা প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রায় আট থেকে ১০ শতাংশ ভোট পড়ে।
এ সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীর আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট পড়ে ১ শতাংশেরও কম।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ১৪ জন। এখন পর্যন্ত ভোট পড়েছে ২৫টির মতো।’
আব্দুল্লাহপুরের মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে ২৬, ২৭ ও ২৮ নম্বর কেন্দ্র রয়েছে। এটি বিএনপি প্রার্থীর নিজ কেন্দ্র।
এখানকার ২৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কামরুল ইসলাম বলেন, ‘এই কেন্দ্রে ভোটার মোট ২ হাজার ২২৯ জন। বেলা ১১টা পর্যন্ত ২৪২টি ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ ১০ শতাংশের বেশি।’
২৮ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘এই কেন্দ্রে ভোটার মোট ২ হাজার ৪২৪ জন। বেলা ১২টা পর্যন্ত ২৩৫টি ভোট কাস্ট হয়েছে।’
অর্থাৎ, কেন্দ্রটিতে ভোট পড়ে ৯.৬৯ শতাংশ।
উত্তরার আজমপুরের বি এইচ বি এফ সি আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুটি কেন্দ্রে দুপুর একটা পর্যন্ত নারী ও পুরুষ মিলে ৪ হাজার ২১৯ ভোটের মধ্যে ৩৩৮টি ভোট পড়েছে।’
কেন্দ্রটিতে ভোট পড়ে ৮.০১১ শতাংশ।
নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘২ হাজার ২০টির মধ্যে ভোট পড়েছে ১০৮টি।’
এ কেন্দ্রে ভোট পড়ে ৫.৩৫ শতাংশ।
পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাজিদুল হক খান বলেন, ‘২ হাজার ৯৯টির মধ্যে ভোট পড়েছে ২৩০টি।’
ওই কেন্দ্রে ভোট পড়ে ১০.৯৬ শতাংশ।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘ভোটার কেন কম সে বিষয়ে আমাদের বলার কিছু নেই। আমরা নির্বাচন আয়োজন করি, নিরাপত্তা ও অন্যান্য বিষয় দেখি।’