নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র, চাঁদাবাজি ও মাদক আইনের ৭ মামলায় আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালতে তাকে হাজির করা হয়। একটি মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ ও চাদাঁবাজি মামলার যুক্তিতর্কসহ ৭ মামলার শুনানি হয় আদালতে।
নারায়ণগঞ্জের সহকারী সরকারি কৌঁসুলি জাসমীন আহমেদ নিউজবাংলাকে জানান, ২০১২ সালে র্যাবের করা মাদক আইনের মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ হয়েছে। চাঁদাবাজির একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আইনজীবীরা। এ ছাড়া আরও পাঁচটি মামলার শুনানি হয়েছে আদালতে।