ছয় দিনের মাথায় পদ্মা সেতুতে বসলো আরও একটি স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর পাঁচ হাজার ৫৫০ মিটার।
বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে ৩৭তম স্প্যানটি বসানো হয়। সেতুর মাওয়া প্রান্তের নয় ও ১০ নম্বর খুঁটিতে বসানো হয়েছে স্প্যানটি।
স্প্যানটি বসানোয় বাকি থাকল আর মাত্র চারটি স্প্যান বা ৬০০ মিটার। যা আগামী ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে বসানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেতু বিভাগ। অর্থ্যাৎ আর এক মাস পরই দৃশ্যমান হবে পুরো পদ্মা সেতু।
‘বিজয় দিবসে ৬.১৫ কিলোমিটারের সম্পূর্ণ পদ্মা সেতু দেখতে পাবে দেশবাসী। এটা হবে এবারের বিজয় দিবসের সবচেয়ে বড় উপহার’, জানান পদ্মা সেতুর প্রকৌশলীরা।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার বেলা পৌনে এগারোটার দিকে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন ‘তিয়াইন-ই’ ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে নির্ধারিত খুঁটির উদ্দেশে রওনা দেয়।
সেতু কর্তৃপক্ষ জানায়, ১৬ নভেম্বর এক ও দুই নম্বর খুঁটিতে ৩৮তম স্প্যান, ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর খুঁটিতে ৩৯তম স্প্যান, ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর খুঁটিতে ৪০তম স্প্যান ও সবশেষ ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর খুঁটির উপর ৪১ নম্বর স্প্যানটি বসানোর কথা রয়েছে।
৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। বহুমুখী এ সেতুর মূল কাঠামো হবে দ্বিতল।
কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে সেতুর কাঠামো। সেতুটি ২০২১ সালে খুলে দেয়ার পরিকল্পনা আছে।