ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচনে খিলক্ষেত কাওলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১২টি।
কেন্দ্রটির নিচ তলার ১ নম্বর কক্ষে নারী ভোটার রয়েছেন ৪৩৭ জন। বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত মাত্র ১২টি ভোট পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে প্রিজাইডিং অফিসার জানান, এখন ভোটার কম হলেও পরে বাড়বে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সমস্যা হচ্ছে না।
মোল্লারটেক উদয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও দেখা গেছে ভোটারের উপস্থিতি কম। পোলিং এজেন্টরা বলছেন, লোকজন দুপুরের ভাত খেয়ে আসবেন।
দুপুর সাড়ে ১২টায় উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে দেখা গেছে ভোটার নেই। তাই প্রিসাইডিং অফিসাররা কক্ষ ছেড়েই বের হয়ে গেছেন।
এদিকে আইইএস উচ্চ বিদ্যালয়ে রয়েছে পাঁচটি কেন্দ্র। সেখানে চারটি কেন্দ্রেই দেখা গেছে, ভোটারের তেমন কোনো উপস্থিতি নেই৷
বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর বলছেন, তাদের অনেক সমর্থক রয়েছেন, যারা ভোট দিতে চান। কিন্তু পোলিং এজেন্টদের বের করে দেয়ার মধ্য দিয়ে ভীতি সৃষ্টি করে রাখা হয়েছে। তাই ভোটাররা কেন্দ্রে যেতে পারছেন না৷
উপনির্বাচনে ৪৭ নম্বর ওয়ার্ডে হাজী বিলাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ আরও বেশ কয়েকটি কেন্দ্রে বিএনপির ভোটারদের ওপর আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছেন বলেও অভিযোগ আনেন তিনি।
উত্তরা হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাকিল আহমেদ জানান, ভোট কত পড়েছে তা তিনি বলতে পারছেন না। আরও কয়েক ঘণ্টা পর বলা যাবে।
বিএনপির পোলিং এজেন্ট আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতি রুমেই আছে৷’
তবে এই কেন্দ্র ঘুরে দেখা যায় বিএনপির কোনো পোলিং এজেন্ট নেই।