ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে জয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুলে ভোট দিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাবিব বলেন, ‘জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। জনগণের ভোটে আমি ইনশাল্লাহ নির্বাচিত হব।’
বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের অভিযোগের বিষয়ে হাবিব বলেন, ‘বিএনপির প্রার্থীর পক্ষ থেকে যে সকল অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট।’
ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমি কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছি। সকাল হওয়ার কারণে ভোটার সংখ্যা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছি। আমি আশা করি জনগণ তাদের ভোট প্রয়োগ করতে আসবে।’
বিএনপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের এই প্রার্থী আরও বলেন, ‘আমার জানা মতে, নির্বাচনে ঢাকা-১৮ আসনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্ট বের করে দেয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগ তারা প্রায়ই করে থাকে। এগুলো মিথ্যা ও বানোয়াট অভিযোগ।’
আওয়ামী লীগ বহিরাগতদের জমায়েত করেছে, বিএনপি প্রার্থীর এমন অভিযোগ নিয়ে হাবিব বলেন, ‘আওয়ামী লীগের অনেক কর্মী-সমর্থক আছে। আমাদের বহিরাগত কারও দরকার নেই। জনগণ আমাদের সাথে আছে।’
তিনি পাল্টা অভিযোগ করেন, বিএনপি প্রার্থী বহিরাগতদের জমায়েত করেছেন।
১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।