ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আব্দুল্লাহপুরের মালেকা বানু হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন ইয়ারুন্নেসা। সত্তরের কাছাকাছি বয়সের এ নারী প্রথমবারের মতো ভোট দিয়েছেন ইলেকট্রনিক ভোটিং মেশিনে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে তাকে।
উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসানকে ভোট দেয়ার কথা জানান ইয়ারুন্নেসা। প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘হাবিব বালা মানুষ৷ হেগো বাড়ি কাম কইরা আমার আট পোলাপান পাইলা বড় করছি৷’
ওই সময় তিনি আনন্দ প্রকাশ করে বলেন, ‘নিজের আঙুলের ছাপ্পা নিজেই দিছি।’
‘এখন তো ইভিএমে হচ্ছে। আপনি বোঝেন সেটা?’
প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ইয়ারুন্নেসা বলেন, ‘অই অইলো একই৷’
সাহারা খাতুনের মৃত্যৃতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৮টায়। শেষ হবে বিকেল ৪টায়।
ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। এ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি।
মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় জন। তারা হলেন আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মহিববুল্লা বাহার।