শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক বলেন, জয়নাল আবেদিনের স্ত্রীকে একই হাসপাতালে মঙ্গলবার ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নাল আবেদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বুধবার রাতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান নিউজবাংলাকে বলেন, জয়নাল আবেদিন গত ৬ নভেম্বর ভর্তি হয়েছিলেন। রাত সাড়ে নয়টার দিকে মারা গেছেন।
তিনি বলেন, জয়নাল আবেদিনের স্ত্রীকে একই হাসপাতালে গত মঙ্গলবার ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
জয়নাল আবেদিন তার বড় ছেলে হানিফের নামে হানিফ পরিবহনের নাম রাখেন।