চলে গেলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর শেগুফতা বখ্ত চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে বুধবার সকাল ১১টা ৫০ মিনিটে মারা যান শেগুফতা বখ্ত চৌধুরী। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এস বি চৌধুরী নামেও পরিচিত ছিলেন আর্থিক খাতের এই মেধাবী মুখ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, সুচিন্তক, মেধাবী, সততা ও দক্ষতায় অনন্য এস বি চৌধুরী আর্থিক খাতের সংস্কার সাধনে এ দেশে অগ্রণী ভূমিকা পালন করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শেগুফতা বখ্ত চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং যুক্তরাষ্ট্র থেকে একই বিষয়ে স্নাতোকত্তর ডিগ্রি অর্জন করেন।
শেগুফতা বখ্ত বাংলাদেশ ব্যাংকের ৪র্থ গভর্নর হিসেবে ১৯৮৭ সালের ১২ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের আমদানি ও রফতানি ব্যুরোর চিফ কন্ট্রোলার ছিলেন।
এস বি চৌধুরী অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পেট্রোলিয়াম মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ রেভিন্যু ডিভিশনের (আইআরডি) সচিব ছিলেন।
গভর্নরের দায়িত্ব পালনের আগে শেগুফতা বখ্ত ১৯৮৩-১৯৮৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
এস বি চৌধুরী ১৯৩১ সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তার বাবা ছিলেন দেওয়ান মামুন চৌধুরী এবং দাদা ছিলেন খান বাহাদুর ওয়াসিল চৌধুরী। তিনি বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর ভাগ্নে।