সুনামগঞ্জে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত এগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে (রোগনির্ণয় কেন্দ্র) অভিযান চালান সিভিল সার্জন শামস উদ্দিন ও সহকারী কমিশনার জহিরুল আলম।
এসময় সেবা ডায়াগনস্টিক সেন্টার ও মুক্তি ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত ওই কেন্দ্রগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার জহিরুল আলম বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশব্যাপী বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালাতে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি।’
লাইসেন্স নবায়ন না করায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সেগুলো বন্ধ করে দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন শামস উদ্দিন।
গত সোমবার ঢাকার বেসরকারি হাসপাতাল ‘মাইন্ড এইড কেয়ার ইনস্টিটিউট’ এ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনের মৃত্যু হয়। প্রকাশিত একটি ভিডিওর কথা উল্লেখ করে পুলিশ বলছে, তাদের কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।এই হাসপাতালটির লাইসেন্স (অনুমোদন) নেই বলে জানা যায়।
এ পরিপ্রেক্ষিতে সারা দেশের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযানের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণায়ল।