সিলেট থেকে সরাসরি কক্সবাজারে প্রথমবারের মতো চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। প্রোমোকোড ব্যবহার করে ১৫ শতাংশ ছাড়ে টিকিট কিনতে পারবেন যাত্রীসাধারণ।
১২ নভেম্বর বৃহস্পতিবার থেকে এই ফ্লাইট চালু হচ্ছে।
মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীচাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন বিকাশের কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর এই উদ্যোগ নিয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে পর্যটন এলাকা সিলেট ও কক্সবাজারের মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ঘটবে ।
সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল ১১ টা ৪৫ মিনিটে ও বৃহস্পতিবার সকাল ১১ টা ৫০ মিনিটে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিমানের ফ্লাইট। এ ছাড়া রোববার দুপুর ১২টা ০৫ মিনিটে এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে পর্যটন নগরী কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
প্রোমোকোড INPRO15 ব্যবহার করে যাত্রীসাধারণ ১৫ শতাংশ ছাড়ে সিলেট- কক্সবাজার রুটে বিমানের টিকিট কিনতে পারবেন।
বিমানের সব সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমান মোবাইল অ্যাপস ও অনলাইনে সিলেট-কক্সবাজার রুটের টিকিট কেনা যাবে।