বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যারিস্টার জুম্মানের প্র্যাক্টিসের সুযোগ আপাতত বন্ধ

  •    
  • ১১ নভেম্বর, ২০২০ ১২:১৮

জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে প্রাক্টিসের সুযোগ দেয়ার গেজেট চ্যালেঞ্জ করা রিটটি গত ৮ নভেম্বর খারিজ করে দেয় বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ। আদালত রিটকারি দুই আইনজীবীকে ১০০ টাকা করে জরিমানাও করে। দুটি আদেশই স্থগিত করেছে আপিল বিভাগ।

আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরেও এক বিচারকের ছেলে ব্যারিস্টার মো. জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে প্র্যাক্টিসের সুযোগ বহাল রেখে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

একই সঙ্গে জুম্মান সিদ্দিকীর প্রাক্টিসের বৈধতা চ্যালেঞ্জ করা দুই আইনজীবীকে হাইকোর্ট যে জরিমানা করেছিল তাও স্থগিত করা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারকের আপিল বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

নিয়মিত আপিল শুনানি পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে আপিল বিভাগের আদেশে বলা হয়েছে। এর ফলে ব্যরিস্টার জুম্মান আপাতত সুপ্রিম কোর্টে প্রাক্টিসের সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক।

আপিল বিভাগে রিটকারিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, ব্যারিস্টার রুহুল কুদুস কাজল, ব্যারিস্টার অনিক আর হক। জুম্মান সিদ্দিকীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

মো. জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে প্রাক্টিসের সুযোগ দিয়ে বার কাউন্সিলের গেজেট চ্যালেঞ্জ করা রিটটি গত ৮ নভেম্বর খারিজ করে দেয় বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ।

আদালত রিটকারি আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি এবং তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত ৯ নভেম্বর আপিল করেন রিটকারি দুই আইনজীবী।

এছাড়া, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে অভিযোগ করে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে মঙ্গলবার চিঠি দেয় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।

‘আইনের শাসন বজায় রাখার স্বার্থে বার ও বেঞ্চের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি না হয়’ সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান বার নেতারা।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ সমিতির কার্যনির্বাহী কমিটির সব সদস্যের সই করা চিঠিতে বলা হয়, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। আইনজীবী ও বিচারকের মধ্যে পারস্পপারিক শ্রদ্ধাবোধ থাকলেই শুধু আদালত সুষ্ঠুভাবে তার মহান দায়িত্ব পালন করতে পারেন।’

হাইকোর্ট রিট খারিজ ও দুই আইনজীবীকে জরিমানা করার আদেশ দেয়ার পর আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সুপ্রিমকোর্টের বেশ কিছু আইনজীবী সোমবার প্রতীকী প্রতিবাদ জানান। দুই আইনজীবীর জন্য ১ টাকা করে একটি বাক্সে জমা করা হয় এবং ফেসবুকে স্ট্যাটাস দেন বেশ কয়েকজন আইনজীবী।

ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে প্রাক্টিসের অনুমতি সংক্রান্ত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি নিয়ে গত বছরের ১৮ ডিসেম্বর গেজেট প্রকাশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ।

এরপর ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি তারিক উল হাকিম আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। পরে জারি করা রুলটি বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য ওঠে। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট ৮ নভেম্বর রায় ঘোষণা হয়।

এ বিভাগের আরো খবর