পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে আউলিয়াপুর ইউনিয়নে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ‘উন্নয়নকামী সর্বস্তরের জনগণ’ এর ব্যনারে এ কর্মসূচি পালন হয়। মানববন্ধন শেষে প্রেসক্লাব থেকে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে রোডমার্চ করেন অংশগ্রহণকারীরা। পরে সেখানে অবস্থানও নেন তারা।
মানববন্ধনে সুশীল সমাজ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে আউলিয়াপুর এলাকাবাসীর পক্ষ থেকে ইপিজেডের জন্য তিন ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে।
মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, সংস্কৃতিকর্মী ও আওয়ামী লীগ নেতা স্বপন ব্যানার্জী, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকির মাহমুদ সেলিম, জেলা যুবলীগের সদস্য গোলাম কিবরিয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে পটুয়াখালীতে ইপিজেড স্থাপনের উদ্যোগ নিয়েছে।
আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়া এলাকায় কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের পাশে সরকারি ও বেসরকারি জমিতে ইপিজেড স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। ওই এলাকার ব্যক্তি মালিকানাধীন ৪০০ একর জমি অধিগ্রহণের কাজও শুরু করেছে সরকার।