বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অস্ত্র মামলায় সাবেক কর্নেলের যাবজ্জীবন

  •    
  • ১০ নভেম্বর, ২০২০ ১৬:২৭

গত বছরের ১৭ জানুয়ারি কর্নেল শহিদের স্ত্রীর বারিধারার বাসায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া দুটি পিস্তল, একটি শর্টগান, ১১টি গুলি, দুটি কার্তুজ ও শর্টগানের দুটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

রাজধানীতে অস্ত্র মামলায় সাবেক কর্নেলসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রবিউল আলম এ দণ্ডাদেশ দেন।

ওই চার জন হলেন অবসরপ্রাপ্ত কর্নেল শহিদ উদ্দিন চৌধুরী, তার স্ত্রী ফারজানা আনজুম খান ও তাদের সহযোগী সৈয়দ আকিদুল আলী ও খোরশেদ আলম পাটওয়ারী।

রায় ঘোষণার সময় আসামি আকিদুল আলী ও খোরশেদ আলম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

তবে কর্নেল শহিদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী ফারজানা আনজুম খান পলাতক। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি ও সাজার পরোয়ানা জারি করেছে।

মামলার আরেক আসামি জহুরুল হক খন্দকার মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়।

মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষে ৯ জনের সাক্ষ্য নেন বিচারক। আসামিরা কোনো সাফাই সাক্ষ্য দেননি।

রায়ে বলা হয়, শহিদ উদ্দিন চৌধুরীর স্ত্রীর বারিধারার বাসা থেকে দীর্ঘদিন ধরে সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালানো হচ্ছিল।

গত বছরের ১৭ জানুয়ারি ওই বাসায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া দুটি পিস্তল, একটি শর্টগান, ১১টি গুলি, দুটি কার্তুজ ও শর্টগানের দুটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কাউন্টার টেররিজম ইউনিটের ফেইক কারেন্সি নোট টিমের পরিদর্শক বিপ্লব কিশোর শীল ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে গত বছরের ৪ এপ্রিল একই বিভাগের উপপরিদর্শক জহুরুল হক পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিচার শুরু হয় একই বছরের ১৩ আগস্ট।

এ বিভাগের আরো খবর