ভাটা শ্রমিক লাটাহাম্বারের ওপরে বসে ইটভাটায় যাচ্ছিলেন। যানটি দেউলি গ্রামে সড়কের পাশে খাদে উল্টে যায়।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামে মঙ্গলবার দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার উল্টে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।
তার নাম আশাদুল হক। বাড়ি উপজেলার নাপিতখালি গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশাদুল লাটাহাম্বারের ওপরে বসে ইটভাটায় যাচ্ছিলেন। যানটি দেউলি গ্রামে সড়কের পাশে খাদে উল্টে যায়। এ সময় খাদের গাইড ওয়ালের ওপর পড়ে তার মাথায় গুরুতর চোট পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।