সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের ইটভাটা শ্রমিক বাবু মোল্যাকে হত্যার ঘটনায় তার শ্যালক পুলিশ সদস্য আরিফ হোসেনের দুই দিনের রিমান্ড হয়েছে।
মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারত আলীর সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আমলী আদালত-২-এর বিচারক ইয়াসমিন নাহার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসআই জিয়ারত আলী নিউজবাংলাকে জানান, আদালতের আদেশ হাতে পাওয়ার পর বুধবার আরিফকে হেফাজতে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ শুরু হবে।
৩ নভেম্বর সকালে কালিগঞ্জের নীলকণ্ঠপুর গ্রামের একটি লেবু বাগান থেকে বাবুর মরদেহ উদ্ধার করে পুলিশ। বাবুর গলায় ফাঁস লাগানো ছিল। তবে তার পা দুটি মাটিতে লেগেছিল। তা ছাড়া মরদেহে আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় তার মা হোসনেয়ারা খাতুন বাদী হয়ে ৩ নভেম্বর রাতে কালিগঞ্জ থানায় মামলা করেন। এতে বাবুর স্ত্রী সাবিনা ও মাগুরার শালিখা থানায় কর্মরত পুলিশ সদস্য শ্যালক আরিফসহ ১০ জনকে আসামি করা হয়।
পর দিন সাবিনাকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই হত্যায় তার ভাই আরিফের সম্পৃক্ততার কথাও জানান। এই পরিপ্রেক্ষিতে আরিফকে গ্রেফতার করা হয়।