লালমনিরহাটের বুড়িমারীতে মসজিদে তর্কাতর্কির জেরে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার ভোরে বুড়িমারি বাজার থেকে আফিনুর রহমান (২৩) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, গ্রেফতার আফিনুরকে মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সিনিয়র সহকারী জজ আমলী আদালত-৩ বেগম ফেরদৌসী বেগমের আদালতে হাজির করা হবে।
এ নিয়ে শহীদুন্নবী হত্যার তিন মামলায় ৩২ আসামিকে গ্রেফতার করা হলো। এদের মধ্যে ৯ জনকে তিন দিনের ও মামলার মূল আসামি আবুল হোসেনকে সোমবার পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
গত ২৯ অক্টোবর বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ পড়তে গিয়েছিলেন শহীদুন্নবী জুয়েল। একজন বন্ধুও তার সঙ্গে ছিলেন। তারা কোরআন অবমাননা করেছেন গুজব ছড়িয়ে দেয়ার পর সেখানে যায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন। তাদের উপস্থিতিতে জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহ টেনে নিয়ে আগুন দেয়া হয়।