পাঁচ বছর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে থাকার পর সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সোমবার রাতে নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ জনপ্রশাসান মন্ত্রণালয়ের উপ-সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে অবহিত করা হয়েছে।’
র্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিয়ম অনুযায়ী তাকে বদলি করা হয়েছে। র্যাবে কাজ করার পাঁচ বছর পূর্ণ হয়েছে তার।
‘নতুন দায়িত্বে যেন সফল হতে পারি এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি’, বলেন সারোয়ার।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ছেলে সারোয়ার আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ২৭তম বিসিএসের মাধ্যমে যোগ দেন প্রশাসন ক্যাডারে। ছয় ভাই বোনের মধ্যে সবার বড় তিনি।
২০১৫ সালে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন সারোয়ার আলম।
ভেজাল খাদ্য, নকল কসমেটিকস, অবৈধ হাসপাতাল, নকল মাস্ক এবং মাদক ও ক্যাসিনোবিরোধী অভিযানে সামনের সারিতে দেখা গেছে তাকে।