বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আজমিরীগঞ্জে আগুনে ১২ দোকান ছাই

  •    
  • ৯ নভেম্বর, ২০২০ ১৯:০১

হবিগঞ্জের আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে ১২টি দোকান ছাই হয়ে গেছে। সোমবার বিকেলে আজমিরীগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডে ১২টি দোকান ছাই হয়ে গেছে। সোমবার বিকেলে আজমিরীগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের যন্ত্রাংশ ব্যবসায়ী সেন্টু আহমেদ জানান, বাজারের মখলিছ মিয়ার পেট্রোলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিমেষেই আগুন পাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

শ্যালো পাম্পের মাধ্যমে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ব্যসায়ীরা। এরই মধ্যে ১২টি প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া আগুণ নিয়ন্ত্রণে আনতে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়।

 আগুন নিয়ন্ত্রণে আসার পর হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, মোটরসাইকেলের যন্ত্রাংশ, কাপড় ও মুদি দোকান।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ ও পৌর প্রশাসক গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউএনও মতিউর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে।

এ বিভাগের আরো খবর