নারায়ণগঞ্জে মাদক মামলায় জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জে মাদক মামলায় জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করে।
আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, রায় ঘোষণার সময় জসিম আদালতে উপস্থিতি ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডিত জসিম চাঁদপুরের বাকিলা বাজার পাটোয়ারি বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমীন আহমেদ নিউজবাংলাকে জানান, ২০১২ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড থেকে ৩৩১ বোতল ফেন্সিডিল ও ৪৮ ক্যান বিদেশি বিয়ারসহ জসিম উদ্দিনকে গ্রেফতার করে র্যাব।